শেরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালক নিহত

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত হামিদুল্লাহর লাশ উদ্ধার করেছ।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *