শিক্ষার্থীরা বাসভবনের সামনে অবস্থান নেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর উপাচার্য নূরুল আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘এটা সিন্ডিকেটের সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্তের বাইরে কিছু করার ক্ষমতা আমার নেই। তোমরা তোমাদের দাবিগুলো কালকে সকালে লিখিত আকারে আমাকে দাও। আমি কিছু করতে পারব কি না, জানি না। কিন্তু দেখব। কালকে দুপুরে আমার সঙ্গে আমার কার্যালয়ে দেখা করো।’ এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা এদিনের মতো কর্মসূচি শেষ করে চলে যান।
এদিকে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আগামী শুক্রবার বেলা সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ওই কর্মসূচি পালন করা হবে বলে এক বার্তায় জানানো হয়েছে।