গত আট মাসে মেসির প্রভাবে বদলে গেছে যুক্তরাষ্ট্রের ফুটবল এবং খেলার জগৎ। মেসির ছোঁয়ায় ‘নিরীহ’ এমএলএসও এখন পাদপ্রদীপের আলোয়। এর মধ্যে এসেছে বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন। এমন পরিস্থিতিতে যে চাপ থেকে মেসি বাঁচতে চেয়েছিলেন, সাফল্য লাভের সেই চাপও এসে হাজির হয়েছে।