গত রোববার এক সমাবেশে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, সরকার গঠনের ক্ষেত্রে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির সূত্র তিনি প্রত্যাখ্যান করেছেন।
পিএমএল-এনের সঙ্গে পিপিপির প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির আলোচিত সূত্রে বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর পদ দুই দলের মধ্যে মেয়াদ হিসাবে ভাগ হবে। তবে তা প্রত্যাখ্যান করে বিলাওয়াল বলেছেন, তাঁর বাবা আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রেসিডেন্ট পদে পিপিপির প্রার্থী হবেন।
এদিকে, জাতীয় পরিষদের দুই স্বতন্ত্র প্রার্থী পিএমএল-এনে যোগ দিয়েছেন। অন্যদিকে জাতীয় পরিষদের তিনটি আসনের ফলাফল স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। পিটিআই সমর্থিত প্রার্থীদের আবেদনে এই স্থগিতাদেশ দেওয়া হয়। নির্বাচনে জালিয়াতির ক্রমবর্ধমান অভিযোগের মধ্যে এই আদেশ দিলেন আদালত।