রংপুরের বদরগঞ্জ উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ডাকাতির সময় ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোনও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদরগঞ্জ উপজেলার দামোদরপুর বানুয়াপাড়া গ্রামের মোরশেদ আলী (২৮), কারেঙ্গাপাড়া গ্রামের শাহজাহান আলী (৫০), দক্ষিণপাড়া গ্রামের আবুল কাশেম (৫৬) ও দলুয়া পূর্বপাড়া গ্রামের নুরুন্নবী (২৯)। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল রোববার বিকেলে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।