জার্মান ফুটবল ক্লাবগুলোর সমর্থকদের উগ্র আচরণ নতুন কিছু নয়। তবে গতকাল যা ঘটেছে, সেটাকে বিরলই বলা যায়।
খেলা চলার সময় মাঠে বৃষ্টির মতো টেনিস বল, পানির বোতল, চকলেট, ক্যান্ডি, মার্বেল এমনকি রিমোট কন্ট্রোল কারের সহায়তায় ধোঁয়া বোমা ছুড়ে মেরেছেন সমর্থকেরা। তা–ও একটি–দুটি নয়; জার্মানির ঘরোয়া ফুটবল স্তরের শীর্ষ দুই প্রতিযোগিতা বুন্দেসলিগা ও বুন্দেসলিগা ২ মিলিয়ে পাঁচ–পাঁচটি ম্যাচে। এর জেরে রেফারিরা বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে বাধ্য হন।