নাভালনির মৃত্যু নিয়ে কী বললেন স্ত্রী ইউলিয়া

মস্কোর পূর্বে ভ্লাদিমির শহরের একটি আঞ্চলিক আদালত আরআইএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, নাভালনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে অভিযোগ করেননি। সাম্প্রতিক সময়ে আদালতে তিনি নিজ অবস্থানের পক্ষে যুক্তি উপস্থাপন করে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এদিকে নাভালনির প্রতিনিধিত্বকারী জার্মান আইনজীবী নিকোলাওস গাজিয়াস সংবাদমাধ্যমকে জানান, আদালতের শুনানিতে অংশ নেওয়ার ছবি দেখার পর তিনি নাভালনির মৃত্যুর খবর শুনে হতবাক হয়েছেন। তিনি বলেন, ‘তাঁকে (নাভালনি) সুস্থ ও চনমনে দেখাচ্ছিল।’

নাভালনি অমর হয়েছেন

এদিকে পুতিনের অন্য বিরোধীরাও নাভালনির মৃত্যুর খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিখ্যাত রুশ লেখক বরিস আকুনিন বলেছেন, ‘নাভালনির জন্য স্বৈরশাসকের আর কিছুই করার নেই। নাভালনি মারা গেছেন ও অমর হয়ে গেছেন।’ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, খুন হওয়া নাভালনি তাঁর জীবদ্দশার চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবেন স্বৈরশাসকের জন্য। সম্ভবত পুতিন প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করতে সারা দেশে সন্ত্রাসের প্রচারণা চালাবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *