‘জেড’ শ্রেণিতে যাচ্ছে ২২ কোম্পানি

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২টি কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত হচ্ছে। আজ রোববার থেকে এসব কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ। এরই মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ২২ কোম্পানি জেড শ্রেণিভুক্ত হচ্ছে সেগুলো হলো অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, ডেলটা স্পিনার্স, এফএএস ফাইন্যান্স, জিবিবি পাওয়ার, ইনটেক লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যোগেশ্বর, রিংসাইন টেক্সটাইলস, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিকস, ঢাকা ডায়িং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স, ইয়াকিন পলিমার ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে রেনউইক যোগেশ্বর, রিংসাইন টেক্সটাইলস ও উত্তরা ফাইন্যান্স এত দিন শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি হিসেবে ‘এ’ শ্রেণিভুক্ত ছিল। বাকি ১৯টি কোম্পানি মধ্যম মানের কোম্পানি হিসেবে ছিল ‘বি’ শ্রেণিভুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *