স্টাম্প মাইক্রোফোনে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলতে শোনা গেল, আরেকটি উইকেট পেলেই দিনের খেলায় অতিরিক্ত ৩০ মিনিট পাওয়া যাবে। রাজকোটে ইংল্যান্ডকে শেষ করতে পঞ্চম দিনে ফেরার কোনো ইচ্ছা ছিল না ভারত অধিনায়কের। তা ফিরতেও হবে না তাদের। যশস্বী জয়সোয়ালের ছক্কা-বৃষ্টির দ্বিশতকের পর ইংল্যান্ডের সামনে ছিল এমন লক্ষ্য, যা বাজবলের জন্যও মনে হচ্ছিল অসম্ভব। সেই ৫৫৭ রান তাড়া করতে নেমে হুমড়ি খেয়ে পড়েছে ইংল্যান্ড, গুটিয়ে গেছে ১২২ রানেই। প্রথম ইনিংসে শতকের পর এবার ৫ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
এ সিরিজে ভারতের ব্যাটিং লাইনআপের ক্যারিয়ারের মোট রান ইংল্যান্ডের এক জো রুটের রানের চেয়েও কম, এমন পরিসংখ্যানও দেখা যাচ্ছিল। কিন্তু ২২ বছর বয়সী ও ৬ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন যশস্বী জয়সোয়ালের ‘জয়স’বলের চাপ সামলাতে পারেনি ইংল্যান্ড। বিশাল লক্ষ্যে ১১ নম্বরে নামা উড খেলেছেন ১৫ বলে ৩৩ রানের ইনিংস, ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর সেটিই। ভারত জিতেছে ৪৩৪ রানে, রানের হিসেবে যেটি তাদের সবচেয়ে বড় জয়। অন্যদিকে রান তাড়া করতে নেমে ইংল্যান্ড এর চেয়ে বড় ব্যবধানে হেরেছে মাত্র একবার।