এদিকে, গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে হতাশা দেখা দিয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী আবদুল রহমান আল থানি গত শনিবার বলেন, গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা আশাব্যঞ্জক নয়।
জার্মানির মিউনিখে চলমান বৈশ্বিক নিরাপত্তা সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি নিয়ে বেশ কিছু দিন ধরে বিবদমান পক্ষের সঙ্গে বৈঠক চলছে। তবে আলোচনায় আশান্বিত হওয়ার মতো কিছু ঘটেনি। তবে তিনি আশা ছাড়ছেন না জানিয়ে বলেন, ‘সময় আমাদের পক্ষে নেই।’