সামর্থ্যের দিক থেকে ব্রেন্টফোর্ড খুব বড় দল না হলেও লিভারপুলের জন্য জিটেক কমিউনিটি স্টেডিয়াম এক ধাঁধাঁর নাম। লিগে ব্রেন্টফোর্ডের মাঠে এর আগে পাঁচ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি অলরেডরা। নিজেদের মাঠে অজেয় হয়ে থাকা সেই ব্রেন্টফোর্ডকে আজ ‘প্রথম’ হারের স্বাদ দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
মোহাম্মদ সালাহ, দারউইন নুনিয়েজ, অ্যালেক্সিস মাক–আলিস্টার আর কোডি গাকপোর গোলে ব্রেন্টফোর্ডকে ৪–১ গোলে হারিয়েছে লিভারপুল। দেড় মাস পর দলে ফেরা সালাহ নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও করিয়েছেন।
এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় লিভারপুলের শীর্ষস্থান আরও সংহত হলো। আজ রাতের অন্যান্য ম্যাচের ফল যেমনই হোক, ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুলই থাকবে সবার ওপরে।