প্রার্থনা ফারদিন দীঘি ‘চাচ্চু’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন। ২০০৬ সালে সিনেমাটি মুক্তি পায়। সেই সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। ‘চাচ্চু’ সিনেমার সেই ‘জুঁই’ এখন বড় হয়েছেন। অভিনয় করছেন নায়িকা চরিত্রে। বড় পর্দায় প্রথমবার মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাসের। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ও দীঘি অভিনীত চলচ্চিত্র ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ মুক্তি পাচ্ছে আজ।
নানা বাধা পেরিয়ে
নিরব ও অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং থেকেই জটিলতা ছিল। বারবার পেছাতে থাকে শুটিং। পরবর্তী সময়ে শুরু হওয়ার পরেও নানা দুর্ঘটনায় আটকে যায় কাজ। এর মধ্যেই ২০২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগানে শুটিং শেষ হয়। শিডিউল ও লোকেশন জটিলতা সিনেমাটির শুটিংয়ে দেরি হলেও তড়িঘড়ি করে পোস্টপ্রোডাকশনের কাজ শেষ হয়। পরে গত বছর ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও অনুদানের এ সিনেমার মুক্তি পিছিয়ে যেতে থাকে। অবশেষে নানা বাধা পেরিয়ে দর্শকদের সামনে আসছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
বন্ধন জানান, ঢাকা ও ঢাকার বাইরে ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তিনি আশাবাদী যে সিনেমাটি দর্শক গ্রহণ করবে। বন্ধন বলেন, ‘আমার সিনেমায় চা-শ্রমিকদের যে গল্প তুলে ধরেছি, সেখানে কোনো ছাড় দিইনি।