রাজকোট টেস্টে আর খেলবেন না অশ্বিন

 

পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রাজকোট টেস্টে আর খেলা হবে না ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। আজ রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কার এবং কী ধরনের অসুস্থতা সেটা না জানালেও বিবৃতিতে বিসিসিআই এই সময়ে অশ্বিনের পাশে থাকার কথা জানিয়েছে।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ বিবৃতিতে বলেছেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তাঁর প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অশ্বিন ও তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’

আজই ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০তম টেস্টে উইকেটের মালিক হয়েছিলেন অশ্বিন। দিনের শেষে ৫০০তম টেস্ট উইকেট উৎসর্গ করেছিলেন বাবাকে। এমন দিনেই ঘটল এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *