আটকে পড়া এসব মানুষের কথা বিবেচনা করে সেখানে স্থল অভিযানের পথে না যেতে ইসরায়েলকে সতর্ক করেছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। আরেক দফায় ব্যাপক হারে বেসামরিক লোকজনের হতাহত এড়াতে জরুরি ভিত্তিতে এ আহ্বান জানায় দেশগুলো।
এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘রাফায় বিস্তৃত আকারে সামরিক অভিযান হবে ধ্বংসাত্মক। সেখানকার বেসামরিক লোকজনের আর কোথাও যাওয়ার জায়গা নেই।’
রাফায় স্থল অভিযান না চালাতে বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থা চাপ দিয়ে আসছে। তবে তা নাকচ করে দিয়ে ইসরায়েল জোর দিয়ে বলছে, দেশটির সামরিক বাহিনী অবশ্যই রাফায় প্রবেশ করবে এবং হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘সম্পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এর মধ্যে রাফায় শক্তিশালী ব্যবস্থা নেওয়াও রয়েছে।’