তবে সেটি না হলেও বায়ার্নকে হারানোর খুশি নিয়েই মাঠ ছেড়েছে লাৎসিও। ২০০০ সালে ভ্যালেন্সিয়াকে হারানোর পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউটে জয় পেল ইতালিয়ান ক্লাবটি। আর ২০১১ সালে ইন্টার মিলানের পর এই প্রথম ইতালিয়ান ক্লাবের কাছে হারল বায়ার্ন।
যে হারে টমাস টুখেলের দল ফিরিয়ে এনেছে ২০১৫ সালকে, সে বারই সর্বশেষ কোনো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ।
দুই দলের ফিরতি লেগ ৫ মার্চ।