সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনায় রাজি ইমরান

 

এর আগে পিপিপির কো-চোয়ারম্যান আসিফ আলী জারদারি পিটিআইয়ের সঙ্গে সমঝোতা করার ইচ্ছার কথা বলেছিলেন। গত মঙ্গলবার ছয়দলীয় জোটের এক যৌথ সংবাদ সম্মেলনে আসিফ আলী জারদারি বলেছিলেন, ‘আমরা অর্থনৈতিক, প্রতিরক্ষা অ্যাজেন্ডা এবং অন্যান্য অনুরূপ বিষয় নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। এ ছাড়া মিঞা সাহেব ও অন্য বন্ধুদের সঙ্গে পাকিস্তান ও এর জনগণকে সফল করতে চায়।’

তবে দুই দিন আগেও পিটিআইয়ের পক্ষ থেকে সরকার গঠন নিয়ে পিপিপির সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করা হয়েছিল।

পিটিআই নেতা মুহাম্মদ আলী আসিফ বলেছিলেন, তাঁদের দলের নেতা পিপিপি ও নওয়াজ শরিফের দল পিএমএল-এনের সঙ্গে আলোচনা করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, পিপিপির সঙ্গে সরকার গঠন নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো বিভ্রান্তিকর। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বিরোধী দল হিসেবে বসতে বলেছেন কিন্তু তাদের সঙ্গে আলোচনা করতে নিষেধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *