পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার রেহানকে রাজকোটের বিমানবন্দরে ভারতের অভিবাসন কর্মকর্তারা আটকে দিয়েছিলেন। ঝামেলাটা হয়েছিল রেহানের সিঙ্গেল–এন্ট্রি ভিসা নিয়ে। যাঁরা সিঙ্গেল-এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যান, তাঁরা ভারত ছাড়ার পর ভিসার মেয়াদ থাকলেও ওই ভিসা নিয়ে আবার ভারতে প্রবেশ করতে পারেন না। তাঁদের নতুন করে ভিসা নিতে হয়। ওদিকে ইংল্যান্ড দল বিশাখাপট্টনম টেস্ট খেলে আবুধাবি চলে গিয়েছিল। সেখানে ১০ দিন কাটিয়ে ভারতে ফেরার পর ভিসা নিয়ে জটিলতায় পড়েন রেহান। পরে বিশেষ ব্যবস্থায় রেহানকে দলের সঙ্গে যেতে দেওয়া হয়।
রাজকোট টেস্টে ইংল্যান্ড দল: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।