‘নার্সারি গ্রামে’ গোলাপের মেলা

গ্রাম দুটিকে ‘নার্সারি গ্রাম’ বললেও ভুল হবে না। কারণ, দুই গ্রামে নার্সারি আছে শতাধিক। বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে দুই গ্রামে গোলাপ ফুলের মেলা বসেছিল। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছিলেন গোলাপ বাগান থেকে দরদাম করে গোলাপ ফুল কিনতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *