প্রথম ৪৫ মিনিট একপ্রকার ‘বেকার’ই ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির পাস-নির্ভর খেলায় প্রথমার্ধে তারকা ফরোয়ার্ডের বলে স্পর্শ ছিল মাত্র ১৫ বার। গোলকিপার বাদে মাঠে থাকা ২০ জনের মধ্যে যা সর্বনিম্ন।
তবে বিরতির পর পাল্টে গেলেন এমবাপ্পে। পাল্টাল পিএসজির স্কোরলাইনও। রিয়াল সোসিয়েদাদের জমাট রক্ষণ ভাঙলেন দারুণ ফিনিশিংয়ে, যে পথ ধরে পরে পিএসজি পেল আরও গোল।
দ্বিতীয়ার্ধের গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম রাউন্ডে সোসিয়েদাদকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এমবাপ্পের সঙ্গে অপর গোলদাতা ব্রাডলি বারকোলা।