ওপারে আবার মুহুর্মুহু গুলি, এপারে কষ্টে খেটে খাওয়া মানুষ

 

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজার থেকে আধা কিলোমিটার পূর্বে উত্তরপাড়া। সেখানে মাছের ঘের, লবণমাঠ ও ধানখেত রয়েছে। বেশির ভাগ খেটে খাওয়া মানুষ। মাছ ধরে, বিক্রি করে বা দিনমজুরি করে সংসার চালান তাঁরা। গতকাল দুপুরে উত্তরপাড়া ঘুরে অন্তত ১৫ জন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁদের পরিবারের সদস্যসংখ্যা ৪ থেকে ৬।

তাঁদের একজন জেলে মোহাম্মদ শাহজাহান (৩৫)। তিনি বলেন, ‘এভাবে আর কত দিন। আগের জমানো টাকা শেষ হয়ে যাওয়ায় নতুন করে ঋণ করতে হয়েছে। মাছ না ধরলে কিংবা কাজ করতে না পারলে কী খাব।’

উত্তরপাড়া মাছের ঘের থেকে একটু উত্তরে আসতেই ছোট্ট খালে নৌকা ও জালের পরিচর্যা করছেন আরেক জেলে নূর হোসেন (৩০)। এর আশপাশে খালি পড়ে আছে ৮ থেকে ১০টি নৌকা। নূর হোসেন বলেন, ‘ভাই, আমাদের জন্য কিছু করেন।’

উত্তরপাড়ায় কথা হয় গৃহবধূ নুরনাহার বেগমের (৪৫) সঙ্গে। তাঁর স্বামী মো. সিরাজও মাছ ধরেন। নুরনাহার প্রথম আলোকে বলেন, ৬০ হাজার টাকা ঋণ নিয়েছেন একটি সংস্থা থেকে। সপ্তাহে ১ হাজার ৮০০ টাকা করে কিস্তি দিতে হয় তাঁকে। কিন্তু স্বামীর আয় বন্ধ হয়ে যাওয়ায় কিস্তি দিতে পারছেন না। কিস্তির জন্য চাপ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *