ম্যাচের ফল সব সময় আসল চিত্রটা দেখায় না। যেমন আজ রাতে কোপেনহেগেনের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে জেতা ম্যাচেও দেখা যাচ্ছে না। পুরো ম্যাচে একতরফাভাবে শুধু সিটিই খেলেছে।
এই ম্যাচে সিটির ৭৯ শতাংশ বলের দখল রেখে ২৭টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখা বলে দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা কতটা আগ্রাসী ফুটবল খেলেছে। যদিও আক্রমণের পর আক্রমণে গিয়েও জয়ের জন্য তিনটির বেশি গোল পায়নি সিটি। তবে এ জয়ে শেষ আটে যাওয়ার পথে দারুণভাবে এগিয়ে গেল সিটি।