মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে কর্তৃপক্ষ ১০০ বারের বেশি ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সিপিজে। সংগঠনটি বলেছে, সাগর-রুনি হত্যার সরকারি তদন্তে গুরুতর অনিয়ম নিয়ে সিপিজে উদ্বিগ্ন।
সিপিজের বিবৃতিতে বলা হয়, তারা এই হত্যা মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ করার জন্যও তারা আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে তারা অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এত বছরেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।