বাংলাদেশের চোখে এত দিন ধরে রোহিঙ্গা প্রশ্নে ভারতের ভূমিকা ছিল ‘কিছুটা ছাড়া ছাড়া’। ভারতের ‘নিজস্ব স্বার্থ ও বাধ্যবাধকতা’ বিষয়ে বাংলাদেশও অবহিত ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলি ভারতকে সজাগ ও সচকিত করে তুলেছে। দৃষ্টিভঙ্গির সেই ‘পরিবর্তন’ বাংলাদেশ লক্ষ করছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই মনে করছে, সমস্যার চরিত্র এখন এক।
মিয়ানমারের এই সংঘাত চীন কীভাবে দেখছে, তার সম্ভাব্য ভূমিকা কী হতে পারে, সেই চিন্তাও ভারত ও বাংলাদেশের রয়েছে। এ সংঘাত ওই দেশে চীনের প্রভাব ও আধিপত্য আরও বাড়াবে কি না, বাড়ালে বাংলাদেশ ও ভারতের ওপর তার প্রতিক্রিয়া কেমন হবে, সে বিষয় দুই দেশের বিবেচনাধীন। পররাষ্ট্রমন্ত্রীর এই সফর ছিল সেদিক থেকেও গুরুত্বপূর্ণ।
দুই দেশের কূটনৈতিক সূত্র অনুযায়ী, এই সফরে বহমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের ওপরও আলোকপাত করা হয়। নতুন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সেই জানাশোনাও ছিল জরুরি। সবদিক থেকে এ সফরকে তাই ‘অত্যন্ত ইতিবাচক ও সদর্থক’ বলে মনে করা হচ্ছে।