বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নবাব আলী দাঁতভাঙা সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় তাঁকে আটক করে নিয়ে আসে। পরে আটক চোরাকারবারিকে রৌমারী থানায় হস্তান্তর করে বিজিবি।
রৌমারী থানার ওসি আবদুল্লাহ হিল জামান বলেন, উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে এক চোরাকারবারি অবৈধভাবে কাঁটাতারের ওপারে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি তাঁকে আটক করে। পরে তারা আটক ব্যক্তিকে থানায় নিয়ে এসে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন।