সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের সর্বক্ষেত্রেই একটা সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিমত প্রকাশ করে গণতন্ত্র মঞ্চ অভিযোগ করেছে, কার্যত এই সরকারই এখন এক বৃহৎ সিন্ডিকেট।
সোমবার সন্ধ্যায় গণসংহতি আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের এক সভায় নেতারা এ অভিযোগ করেন।
সভায় সিদ্ধান্ত হয়, ‘ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে’ গণতন্ত্র মঞ্চ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। ১৬ ফেব্রুয়ারি বেলা তিনটায় পুরানা পল্টন মোড়ে এই সমাবেশ করবে তারা।