বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এ জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য সোমালি সরকারকে সহযোগিতা করছে।
সোমালি সংবাদ সংস্থা এসওএনএনএর প্রতিবেদনে বলা হয়, রাজধানী মোগাদিসুর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলাটি করা হয়েছে। এই ঘটনায় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।