সরঞ্জাম থাকলেও অস্ত্রোপচার কেন বন্ধ

দেশের চিকিৎসাব্যবস্থা একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে সন্দেহ নেই। কিন্তু মানুষ এর সুফল কতটা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ, অনেক জায়গায় অবকাঠামো তৈরি করা হলেও সেগুলো পড়ে আছে।

অনেক জায়গায় দামি চিকিৎসাযন্ত্র পাঠানো হলেও পড়ে থাকতে থাকতে সেসব নষ্ট হচ্ছে। আবার অনেক জায়গায় আছে চিকিৎসকসহ জনবলসংকট। যেমনটি আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও জনবলের অভাবে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো স্থানীয়ভাবে উপজেলা হাসপাতাল নামে পরিচিত। উপজেলা পর্যায়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের পসরা বসলেও সাধারণ মানুষের কাছে এখনো সরকারি হাসপাতালই বড় ভরসা। তা ছাড়া খরচের কারণে নিম্নবিত্ত মানুষ বা সামর্থ্যহীন মানুষের বেসরকারিভাবে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নেই বললে চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *