জোটে যোগ দিতে বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করার দাবি পিপিপির

 

পিএমএল-এনের একাধিক নেতা দ্য নিউজকে জানিয়েছেন, জোট সরকার গঠনের লক্ষ্যে গত শুক্রবার রাতে পিপিপির কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর গতকাল শনিবার কেন্দ্রে ও পাঞ্জাবে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প নিয়ে পিএমএল-এনের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। বৈঠকে শাহবাজ শরিফ ছাড়াও আলোচনায় অংশ নেন দলটির শীর্ষ নেতারা।

পিএমএল-এনের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনে প্রত্যাশিত ফল করতে না পারায় দলটির নেতারা হতাশ। তাঁরা বলছেন, নির্বাচনের ফল নিয়ে নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ ও অন্য নেতারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন। এ কারণে জনসমাবেশ, বড় নির্বাচনী প্রচারণা ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়াসহ ভোটারদের সঙ্গে সরাসরি ভোট চাওয়ার ক্ষেত্রে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে নির্বাচনের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *