রোবাকের সেই মৃত্যুর ১৩ বছর পর গতকাল ইংল্যান্ডের উত্তরাঞ্চলে চেশায়ারে করোর্নেস আদালতে অনুসন্ধানী জুরিরা জানিয়েছেন, ৫৫ বছর বয়সী রোবাক আত্মহত্যা করেছিলেন। হোটেলের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন সিডনি মর্নিং হেরাল্ড এর এই কলামিস্ট। আত্মহত্যার আগে রোবাক ‘হতাশায় নিমজ্জিত’ ছিলেন বলেও জানানো হয়।
করোনের্স আদালতে শুনানিতে বলা হয়, সে বছরের ৭ নভেম্বরে নিজের হোটেল কক্ষে ২৬ বছর বয়সী একটি ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিলে রোবাকের বিরুদ্ধে। ছেলেটির বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচ তিনি চালিয়ে যেতে পারবেন কি না, এ বিষয়ে আলোচনা করতে তাঁরা সাক্ষাৎ করেছিলেন। এরপর ১২ নভেম্বর রোবাকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। সেদিন সন্ধ্যায় রোবাককে গ্রেপ্তার করতে তাঁর হোটেলে যান পুলিশ কর্মকর্তারা।