মায়ামির বিবৃতিতে দাবি করা হয়, মেসিকে না খেলানোর সিদ্ধান্তটি শেষমুহূর্তে নেওয়া, ‘শেষ মুহূর্তের সিদ্ধান্ত যে হংকংয়ের সমর্থক ও অনুষ্ঠানের প্রচারক ট্যাটলার এশিয়ার জন্য হতাশার কারণ হয়েছে, সেটা আমরা মানছি। আমাদের এটা জানিয়ে রাখাও জরুরি যে চোট এই সুন্দর খেলাটির একটি অংশ। আমাদের কাছে খেলোয়াড়দের সুস্থতা সবার আগে।’
চোটের কারণে খেলা বা না খেলার সিদ্ধান্তটি ম্যাচের সময়ই নেওয়া হোক—মেসি ও সুয়ারেজই এমনটা চেয়েছিলেন, যে কারণে তাঁদের খেলার সম্ভাবনা আগেই উড়িয়ে দেওয়া যায়নি বলে দাবি মায়ামির।
হংকংয়ে খেলতে না পারলেও এর তিন দিন পর জাপানে গিয়ে ভিসেল কোবের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে মাঠে নামেন মেসি। এ নিয়ে ক্ষুব্ধ হংকং সরকার মায়ামির কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর আগে মায়ামি–হংকং নির্বাচিত একাদশ ম্যাচের জন্য দেওয়া ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদানের পরিমাণও কমিয়ে ফেলার কথা বলা হয়েছিল।
রয়টার্স জানায়, ভবিষ্যতে হংকং ইন্টার মায়ামিকে খোলামনে গ্রহণ করতে চাইলে ক্লাবটি আবারও সেখানে যেতে চায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।