পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে তাঁর দলের (পিটিআই) সমর্থকেরা সবাইকে চমকে দিয়েছে। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় প্রচারিত এক ভাষণে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান এ কথা বলেন।
পাকিস্তানে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সর্বশেষ ঘোষিত ফল অনুযায়ী পিটিআই সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন ইমরান খান।
শুক্রবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ইমরান খানের একটি বক্তব্য প্রচার করা হয়। সেখানে তিনি বলেন, নজিরবিহীনভাবে জাতি ঘুরে দাঁড়িয়েছে। এতে জাতীয় নির্বাচনে পিটিআই বিজয়ী হয়েছে।