প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে কক্সবাজার থেকে পায়রা সার্ভিসের একটি বাস টেকনাফের দিকে যাচ্ছিল। লেদা বিজিবি ক্যাম্পের পাশে সড়ক পার হওয়ার রোহিঙ্গা দুই শিশুকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই শিশু দুটি মারা যায়। বাসটির সব যাত্রী ছিলেন পর্যটক।
এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। তবে জব্দ করা হয়েছে বাসটি।