অতীতের নির্বাচনের আলোকে ধারণা করা হচ্ছিল, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্রাথমিক ফল আসতে শুরু করবে টেলিভিশন চ্যানেলগুলোয়। কিন্ত ভোটগ্রহণ শেষ হওয়ার পর ১০ ঘণ্টা ধরে ভোটগণনা শেষেও কে জয়ী হচ্ছে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, রাতভর ভোটগণনার পর শুক্রবার সকালের মধ্যে নির্বাচনের ফল সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাওয়া যেতে পারে।
তবে ইমরান খানের দল পিটিআই অভিযোগ করেছে, পিটিআই সমর্থিত প্রার্থীদের জয়ী হতে দেখে নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে। অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের যে পর্দায় ফলাফল প্রদর্শিত হচ্ছিল সেই পর্দা বন্ধ করে দেওয়ারও অভিযোগ তুলেছেন দলটির কোনো কোনো নেতা। পিটিআই বলেছে, ‘ষড়যন্ত্র’ করে জনগণের রায় বদলে ফেলার অপচেষ্টার পরিণাম ভালো হবে না।