রাশিয়ানিয়ন্ত্রিত শহর দোনেৎস্কে ইউক্রেনের ছোড়া কামানের গোলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। ক্রেমলিন-সমর্থিত কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
২০১৪ সাল থেকে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এর পর থেকে অঞ্চলটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। রাশিয়ার অভিযোগ, এসব হামলায় ইউক্রেনের বাহিনী জড়িত।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রচার করা একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় ধ্বংসস্তূপের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। আরেক ভিডিওতে দেখা যায়, মাটিতে ছোট গর্তের মতো সৃষ্টি হয়েছে।
দোনেৎস্কের রাশিয়া-সমর্থিত প্রশাসনের প্রধান ডেনিস পুশিলিন বলেন, কালিনিনস্কি জেলায় শত্রুদের ছোড়া গোলার আঘাতে তিনজন নিহত হয়েছেন। এতে আরও তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানান তিনি।
এএফপি তাৎক্ষণিকভাবে এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
দুই মাস ধরে বেসামরিক এলাকায় হামলা বৃদ্ধির জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করে আসছে।
এর আগে ২১ জানুয়ারি দোনেৎস্কের একটি উপশহরে চালানো হামলায় ২৭ জন নিহত হন। তাঁদের অনেকেই বাজারে কেনাকাটা করছিলেন। রুশ-সমর্থিত কর্মকর্তারা এ ঘটনার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছেন।
ইউক্রেন জানিয়েছে, গতকাল সারা দেশে বিভিন্ন সামরিক ও বেসামরিক এলাকায় রকেট ছুড়েছে রুশ বাহিনী।