ইসলামাবাদ সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
গতকাল সোমবার সকালে ইসলামাবাদ পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর দুই দেশই উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেয়। এর ধারাবাহিকতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন।
এদিকে দুই দেশের উত্তেজনা কমানোর এ সফরকালে গত শনিবার সিস্তান–বেলুচিস্তানে ৯ জন পাকিস্তানিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার হামলাকারীকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তি দাবি ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা ও সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি সম্মিলিত পদ্ধতির ওপর ভিত্তি করে শান্তি ও সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ার–উল–হক কাকারকে তেহরান সফরের আমন্ত্রণ জানান।