জলদস্যুদের থেকে ইরানি জাহাজ মুক্ত করল ভারতীয় নৌবাহিনী

ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরে জাহাজ চলাচলের বিরুদ্ধে সর্বশেষ হামলার পর সোমালিয়ার উপকূলে জলদস্যুদের ছিনতাই করা একটি ইরানি মাছ ধরার জাহাজ মুক্ত করেছে। বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে সোমবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিকে ইরানের পতাকাবাহী ইমান হিসেবে নামকরণ করে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বিবেক মাধওয়াল জানান, মাছ ধরার জাহাজটিতে জলদস্যুরা চড়েছিল এবং ক্রুদের জিম্মি করেছিল। জাহাজটিসহ ১৭ জন ক্রুর সফল মুক্তি নিশ্চিত করেছে ভারতের যুদ্ধজাহাজ।

 

মাধওয়াল বলেছেন, ইরানের মাছ ধরার জাহাজটি থেকে বার্তা পাওয়ার পর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র মোতায়েন করা হয়, যা এডেন উপসাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুতাবিরোধী টহলে ছিল। যুদ্ধজাহাজটি ইরানি ‘জাহাজটিকে আটকায়’ এবং তারপর ক্রু ও জাহাজকে ছেড়ে দেওয়ার জন্য জলদস্যুদের ‘বাধ্য’ করার জন্য কাজ করে। তবে তিনি এ ঘটনার সঠিক কোনো অবস্থান জানাননি।

 

ভারতের অভিযান বা জলদস্যুদের বিরুদ্ধে কx ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিশদ বিবরণ না দিয়ে নৌবাহিনী বলেছে, মাছ ধরার নৌকাটিকে ‘নিরাপদ করা হয়েছে এবং পরবর্তী গন্তব্যের জন্য ছেড়ে দেওয়া হয়েছে’।

 

এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক নৌবাহিনীগুলোকে এডেন উপসাগর থেকে উত্তরে লোহিত সাগরে সরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই অঞ্চলে জলদস্যুদের আক্রমণ নিয়ে আশঙ্কার সৃষ্টি করেছে। ২০১৭ সালের পর জলদস্যুতার প্রথম সফল ঘটনা গত ডিসেম্বরে রেকর্ড করা হয়েছিল।

 

২০১১ সালে সোমালি উপকূলে জলদস্যুদের আক্রমণ শীর্ষে ছিল। বন্দুকধারীরা ভারত মহাসাগরে সোমালি উপকূল থেকে তিন হাজার ৬৫৫ কিলোমিটার পর্যন্ত আক্রমণ শুরু করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি তীব্রভাবে হ্রাস পেয়েছে।

 

এ ছাড়া শ্রীলঙ্কার নৌবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্দেহভাজন সোমালি জলদস্যুরা সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৮৪০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ছয়জন ক্রুসহ শ্রীলঙ্কার মাছ ধরার ট্রলার লরেঞ্জো পুথা-৪-এ চড়ে এবং সেটি ছিনতাই করে।

 

এর আগে গত মাসে সোমালি জলদস্যুরা বাণিজ্যিক হাজার এমভি রুয়েন ছিনতাই করে।

 

এএফপির তথ্য অনুসারে, বুলগেরিয়ার মালিকানাধীন এবং মাল্টার পতাকাবাহী জাহাজটি ১৬ ডিসেম্বর ইয়েমেনি দ্বীপ সোকোট্রা থেকে ৩৮০ নটিক্যাল মাইল পূর্বে সোমালি জলদস্যুরা জব্দ করেছিল। জলদস্যুরা একজন আহত নাবিককে ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে ছেড়ে দেয় এবং এমভি রুয়েন ও এর বাকি ১৭ জন ক্রুকে সোমালিয়ার আধাস্বায়ত্তশাসিত রাজ্য পুন্টল্যান্ডে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *