গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৬৫, মৃতের সংখ্যা বেড়ে ২৬৪২২

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তী আদেশ সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬৫ ফিলিস্তিনি নিহত এবং ২৯০ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৬ হাজার ৪২২ জনে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৫ হাজার ৮৭ জন। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এসব তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না।

 

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলা চালায়। তার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। তেল আবিব বলেছে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

 

এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়াও ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *