গত বছর ব্রাজিলের মূল দলে অভিষেক হয়ে গেছে তাঁর। এ বছরের জুলাইয়ে গায়ে জড়ানোর কথা রিয়াল মাদ্রিদের জার্সি। অলিম্পিক বাছাই টুর্নামেন্টে এনদ্রিকের দিকে তাই চোখ থাকছেই। সেলেসাওদের তরুণ এই স্ট্রাইকার সেই প্রত্যাশাও মিটিয়ে যাচ্ছেন।
বাছাইয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করেছেন তিনি কলম্বিয়ার বিপক্ষে। এনদ্রিক ও ফ্লুমিনেন্সের আরেক তরুণ ফরোয়ার্ড জন কেনেডির গোলে এ ম্যাচে ২-০ গোলে জিতেছে র্যামন মেনেজেসের দল।
দক্ষিণ আফ্রিকান বাছাই থেকে শীর্ষ দুই দল খেলবে প্যারিস অলিম্পিকে। বাছাইয়ে দুই গ্রুপে হচ্ছে খেলা।
দুই গ্রুপের চারটি দল খেলবে সেমিফাইনালে। টানা দুই জয়ে সেই পথে ভালোভাবেই আছে ব্রাজিল। এদিন ২৫ মিনিটেই দলকে এগিয়ে দেন এনদ্রিক। সেই লিড ধরে রেখে ৮৩ মিনিটে কেনেডির গোলে ব্যবধান বাড়ায় তারা।
কলম্বিয়ার বিপক্ষেই গত নভেম্বরে ব্রাজিলের মূল দলে অভিষেক হয় এনদ্রিকের। সে ম্যাচে অবশ্য হেরে যায় ব্রাজিল। এনদ্রিকের খেলা পরের ম্যাচটিতেও তারা হারে আর্জেন্টিনার কাছে। তবে জয়ের ধারাতেই অলিম্পিক দলটি। এনদ্রিকের একমাত্র গোলেই প্রথম ম্যাচে তারা হারায় বলিভিয়াকে।
কনমেবল