অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার সন্ধ্যার পরে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই তিনি বললেন এনজিওগ্রাম করতে। করা হলো। ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর।
ফারুকীর কাছের একজন তরুণ নির্মাতা জানান, সোমবার সন্ধ্যার পর অসুস্থ বোধ করেন ফারুকী। তারপর তিনি শুরুতে ধানমণ্ডির একটি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকের পরামর্শে পান্থপথের হাসাপাতালে ভর্তি হন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত আছেন তিনি।
সর্বশেষ ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য।