মেট্রো রেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এম এ এন ছিদ্দিক ট্রেন চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাইরে থেকে একটি ডিশের তার মেট্রো রেলের লাইনের ওপর ফেলা হয়েছে। ঝুঁকি নিয়ে ট্রেন চালানো ঠিক হবে না। তাই তারটি অপসারণ করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এখন দুই লাইনেই ট্রেন চলছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১২টা ২২ মিনিটে নাইমুর রহমান সিফাত নামের এক যাত্রী পোস্ট করেছেন। মেট্রো রেলের ইলেকট্রিক সমস্যাজনিত কারণে আটকে আছি।