যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে সোমবার সমাবেশ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ারে ভোট (প্রাইমারি) হবে। এ ভোটের আগে নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প তাঁর শেষ সমাবেশ করবেন।
বিভিন্ন জরিপ ইঙ্গিত দিচ্ছে, নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে ট্রাম্প তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির নিকি হ্যালিকে পরাজিত করতে পারেন।
ট্রাম্প দিনের প্রথম অংশ নিউইয়র্কে কাটিয়েছেন। সেখানে তিনি তাঁর বিরুদ্ধে থাকা একটি মামলার বিচারে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন। তবে এক জুরির অসুস্থতার কারণে এ কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে এখন মাঠে আছেন ট্রাম্প ও হ্যালি। তবে লড়াইয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালির চেয়ে এগিয়ে আছেন ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিকে হ্যালির জন্য ‘শেষ সুযোগ’ মনে করা হচ্ছে। অন্যভাবে বললে, ট্রাম্পকে ঠেকাতে হ্যালির জন্য শেষ, তথা সেরা সুযোগ নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি।