অবরোধের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সকালে যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়কের রেলব্রিজ এলাকায় এ বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা–কর্মীরা।

 

ছাত্রদলের নেতা–কর্মীরা জানান, তাঁরা মিছিল নিয়ে দয়াগঞ্জ রেলব্রিজের কাছে যান। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাঁদের ধাওয়া দিলে তাঁরা সরে আসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান বলেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছেড়ে যাবেন না।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল গতকাল রোববারও দয়াগঞ্জ এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছিল।

এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর প্রথম দফা অবরোধের তিন দিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। সে সময় ক্যাম্পাস ফটকে তালাও দেওয়া হয়েছিল।

এদিকে ক্যাম্পাসে আজও ছাত্রলীগের নেতা–কর্মীদের সর্তক থাকতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *