এখনো উদ্ধার হয়নি রজনীগন্ধা, যুক্ত হচ্ছে ঝিনাই-১

পদ্মায় রজনীগন্ধা ফেরিডুবির পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, রুস্তম ও হামজা। অবশেষে বিআইডাব্লিউটিএর হাইড্রোগ্রাফি কাজে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির জাহাজ ঝিনাই-১ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌঁছেছে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়া ঘাটে ফেরিডুবির স্থলে এসে পৌঁছে। ঝিনাই-১ জাহাজটিতে রয়েছে মাল্টিভম ইকো সাউন্ডার, যার মাধ্যমে নদীর তলদেশে বিভিন্ন বস্তু শনাক্ত করা যায়।

 

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি ও ট্রাক শনাক্তের কাজে ব্যবহার করা হবে জাহাজটি। বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক এস এম আজগর আলী বলেন, ‘উদ্ধারকাজে গতি আনতে নারায়ণগঞ্জ থেকে ঝিনাই-১ নামের একটি জাহাজ আনা হয়। এর মাধ্যমে নিখোঁজ ব্যক্তি ও ট্রাকের সন্ধান মিলবে আশা করি।’

 

তিনি আরো জানান, আজ সোমবার সকাল থেকে জাহাজটি উদ্ধারকাজ শুরু করবে।

 

এর আগে রবিবার সকাল ১০টা থেকে পঞ্চম দিনের মতো উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাতে ফেরিটিকে টেনে উপরে তুলতে পারে সে জন্য পানিতে নেমেছে বিআইডাব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিদল।

 

গতকাল বিকেল ৩টার দিকে দুর্ঘনাস্থলের কাছ থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে হামজা। তবে পাটুরিয়া-২ নম্বর ফেরিঘাট পন্টুনে ট্রাকটি নামানোর সময় ভুট্টাগুলো নদীতে পড়ে যায়। এ নিয়ে পাঁচ দিনে মোট চারটি ট্রাক উদ্ধার করা হলো। এখনো পানিতে আছে আরো পাঁচটি ট্রাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *