অনলাইন ডেস্ক
খবর- রয়টার্স
ভারত থেকে মস্কোগামী একটি উড়োজাহাজ আফগানিস্তানে নিখোঁজ হয়েছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। এতে ছয়জন আরোহী ছিল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজ চার্টার অ্যাম্বুলেন্সের ফ্লাইট ছিল।
এদিকে আফগানিস্তানের স্থানীয় পুলিশ বলছে, গতকাল রাতে তারা একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছে। এর আগে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য বিভাগের প্রধান জাবিউল্লাহ আমিরি এএফপিকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে তাঁরা উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আমাদের এখান থেকে একটি দলকে পাঠিয়েছি।’