৩১ বছর বয়সী ব্যাটসম্যান অ্যালেক্স রস এখন পর্যন্ত ১১৪টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ১২৬.৭৪ স্ট্রাইক রেটে ২ হাজার ৯০ রান করেছেন তিনি। তিনি বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের হয়ে খেলেছেন। এছাড়া জ্যামাইকা তালাওয়াস ও ডাম্বুলা অরার মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে পৃথক ঘরোয়া টি-টোয়েন্টি লিগে প্রতিনিধিত্ব করেছেন। রস সম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন। নতুন চুক্তিবদ্ধ এই ক্রিকেটার শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেছেন। সোমবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকার হয়ে খেলতে নামবেন।
এছাড়া ঘরোয়া ক্রিকেটার ২৩ বছর বয়সী পেসার এনামুল তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতা আছে ১৪ লিস্ট এ ম্যাচের। সম্প্রতি বিসিএলে সেন্ট্রাল জোন ও এনসিএলে ঢাকা বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।