মাঝ আকাশে আগুন লেগে যাওয়ায় এটলাস এয়ার বোয়িং ৭৪৭-৮ বিমানটি জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। জরুরি অবতরণ করায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমানের যাত্রীরা।
মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের লেজের দিকে আগুন দেখতে পান পাইলট।
অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলেছে, “টেকঅফের কিছুক্ষণ পরেই ইঞ্জিন বিকল হয়ে যায় এবং আগুনের সূত্রপাত হয়। তবে পাইলট মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন, ফলে কেউ ক্ষতিগ্রস্থ হয়নি।” ইতিমধ্যেই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের পিছনের অংশ থেকে আগুনের শিখা বের হচ্ছে।