ই-ভিসা সিস্টেম চালু হলে আমাদের বিদেশি পর্যটকদের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে।’
আয়োজকরা জানান, এবারের পর্যটন মেলায় দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫৩টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলা চলাকালে অংশগ্রহণকারী সব সংস্থার দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিশেষ ছাড়ে বিমানের টিকিট কেনার সুযোগ থাকবে। মেলায় ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভিয়েতনামের ভ্রমণ ও পর্যটন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবারের আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
শিবলুল আজম কোরেশী বলেন, ‘দেশি বিদেশি পর্যটকদের জন্য টোয়াবের পক্ষ থেকে আন্তর্জাতিক ডায়নামিক, ওয়েবসাইট তৈরি করেছি।
যেখানে আমাদের দেশের পর্যটন খাত সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকরা সম্যক ধারণা পাবে।’ তিনি আরো বলেন, ‘পর্যটন খাতকে সুন্দর রাখতে ট্যুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, ট্যুরিস্ট পুলিশের জনবল আরো বাড়ানোর জন্য।