হুতিদের ওপর আবার হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাত মার্কিন জাহাজে

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এ হামলা চালানো হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

তবে ইয়েমেনে হুতিদের কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে, কতগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে—এসবের কিছুই জানাননি ওই কর্মকর্তা।
এদিকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আরেকটি পণ্যবাহী জাহাজে গতকাল হুতিরা ড্রোন হামলা চালিয়েছে।

 

মার্কিন প্রশাসন গতকালই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নাম নতুন করে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে।

চলতি সপ্তাহে হুতিদের পক্ষ থেকে লোহিত সাগরে মার্কিন মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজে হামলা চালানোর দাবি করার পর এ পদক্ষেপ নেয় ওয়াশিংটন।
ইরান–সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

লোহিত সাগর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। তাই হুতিদের একের পর এক জাহাজে হামলার ঘটনা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় গত সপ্তাহে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড়ে আসা একটি ড্রোন এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজে হামলা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই হামলায় কেউ হতাহত হননি। হামলার জেরে জাহাজের কিছু ক্ষতি হয়েছে। জাহাজটির নাম এম ভি গেনকো পিকার্ডি। জাহাজটি মার্কিন মালিকানাধীন ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *