ওবায়দুল কাদের জানান, টানেল থেকে এখন পর্যন্ত ১০ কোটি ৭২ লাখ টাকার টোল আদায় হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা কম টোল আদায় হয়েছে। কারণ টানেল থেকে বের হওয়ার রাস্তাগুলো এখনো বড় করা হয়নি।
বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগামী বছর শেষ হবে। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরও কাজ চলছে। এই দুটো প্রকল্পের কাজ শেষ করার গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিআরটি প্রকল্প আগামী জুন মাসের মধ্যে শেষ হবে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল-তাবোল কথা বলছেন।