পদ্মা সেতুতে দিনে ২ কোটি টাকা টোল আদায় হচ্ছে : সেতুমন্ত্রী

পদ্মা সেতুতে প্রতিদিন দুই কোটি টাকা টোল আদায় হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের বড় অর্জন হলো পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু টানেল। বর্তমানে পদ্মা সেতুতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার ওপরে টোল আদায় হচ্ছে। এখন পর্যন্ত পদ্মা সেতুতে ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন। এর আগে সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রী মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। 

ওবায়দুল কাদের জানান, টানেল থেকে এখন পর্যন্ত ১০ কোটি ৭২ লাখ টাকার টোল আদায় হয়েছে। তবে টার্গেটের তুলনায় কিছুটা কম টোল আদায় হয়েছে। কারণ টানেল থেকে বের হওয়ার রাস্তাগুলো এখনো বড় করা হয়নি।

 

বর্তমান সরকারের লক্ষ্য প্রসঙ্গে বলতে গিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগামী বছর শেষ হবে। এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে।

 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরও কাজ চলছে। এই দুটো প্রকল্পের কাজ শেষ করার গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বিআরটি প্রকল্প আগামী জুন মাসের মধ্যে শেষ হবে। চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাকি অংশের কাজ ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন করা হবে।’

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা এখন মনের সুখের জন্য আবোল-তাবোল কথা বলছেন।

দেশের সমৃদ্ধি নিয়ে কাউকে ঈর্ষা করা উচিত নয়। দেশের স্বার্থই আগে। যে সরকার উন্নয়ন করে তার প্রশংসা করা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সেটা হয় না।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *