কক্সবাজার সাগর পাড়ের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রোহিঙ্গার তরুণীর বিয়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সাগর পাড়ের হোটেল মোটেল জোনের হোটেল সী পার্লে অভিযানে গেলে বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি দিকবিদিক পালিয়ে যায়।
পুলিশ বর-কনেসহ অর্ধশতাধিকের বেশি রোহিঙ্গাদের ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তবে, বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে। তিনি এক সময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া পরে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি এবং সে দেশের নাগরিকত্ব পান।
কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, বর হামিদ উল্লাহর সঙ্গে আরো ১৮ জন বিদেশি নাগরিক অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে ১৭ জন আগেরকার রোহিঙ্গা হলেও একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক।